নিউজিল্যান্ড সিরিজে দেশের জন্যে কিছু একটা নিয়ে যেতে চাই : মোহাম্মদ সাইফুদ্দিন

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সব শেষ ২০১৯ সালের নিউজিল্যান্ড সফরে সবগুলি ম্যাচই টাইগারদের হারতে হয়েছিলো বড় ব্যবধানে। শুধু তাই নয় নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সবচেয়ে ছোট হার ৩ উইকেটে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুন কিছু করে দেখাতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

টাইগারদের অলরাউন্ডার সাইফউদ্দিন এক ভিডিও বার্তায় গণমাধ্যমকে জানিয়েছেন, ওয়ানডেতে বাংলাদেশ যথেষ্ট ভালো দল তাই এই সিরিজে তারা ভালো কিছু করতে চায়। তিনি বলেন, নিউজিল্যান্ডের মাটিতে আমাদের সাফল্য শূন্যের কোঠায়, তাই এই সিরিজে দেশের জন্যে কিছু একটা নিয়ে যেতে চাই।

সাইফুদ্দিন বলেন, টি-টোয়েন্টিতেও আমরা ভালো করবো কিন্তু তার জন্য আমাদের দলের সবাইকে নিজের সেরাটা দিতে হবে। সবচাইতে বড় কথা যে ফরম্যাটেই হোক না কেনও ফলাফল নিজেদের পক্ষে আনতে হলে অবশ্যই নিজেদের সেরাটাই দিতে হবে এবং একটি দল হিসেবে পারফর্মেন্স করতে হবে।





এর আগে, টানা ৭ দিন কোয়ারেনটাইন পালন করারর পর অষ্টম দিনে ছোট ছোট গ্রুপ করে মাঠে গিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ টিম। ওয়ার্মাপ দিয়ে শুরু, করেছেন লন ও শর্ট ক্যাচিং প্র্যাকটিস। রানিং করেছেন ফিজিওর পরামর্শ অনুযায়ী। ব্যাট ও বল হাতে নেটে সময় কাটিয়েছেন টাইগাররা।