হঠাৎ করে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে এসেছে আইপিএলের দল রাজস্থান রয়্যালস

হঠাৎ করে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে এসেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল রাজস্থান রয়্যালসের কর্মকর্তারা। আজ হঠাৎ করেই দেশে আসেন রাজস্থান রয়েলসের কিছু কর্মকর্তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নানা সুবিধাদি ঘুরে দেখেন তাঁরা। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা।

শোনা যাচ্ছে, শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের সুবিধা কেমন, তা যাচাই করতে এসেছেন আইপিএলে প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হওয়া দলটির কর্মকর্তারা।

তবে এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। এর আগে কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারাও একবার দেখে গিয়েছিলেন শেরেবাংলা স্টেডিয়াম। কিন্তু পরে আর তাঁরা যোগাযোগ করেননি।





ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ আসরে বাংলাদেশ থেকে খেলবেন ২ জন ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলবেন সাকিব আল হাসান এবং রাজস্থান রয়েলসের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান।