বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এর নামে ভুয়া আইডি খুলে নানা প্রকার গুজব ছড়াচ্ছে একদল চক্র। বিসিবি সভাপতির নাম এই নয় ভুয়া আইডি রয়েছে আরও কয়েকজনের নামে। বিভিন্ন সময় এসব আইডি থেকে ট্রলের ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এই বিষয়টি নজরে এসেছে বিসিবির। তাই এই সব ভুয়া আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এবং রকম বেশ কিছু আইডি বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি।
এর মধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দু-তিনটি আইডিকে চিহ্নিত করা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু আইডি দেশের বাইরে থেকে খোলা হয়েছে। সেগুলোও বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিজাম উদ্দিন চৌধুরি আরও বলেন, সভাপতি নাজমুল হাসানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। অথচ আইপিএল খেলতে সাকিব আল হাসানের ছুটি নেওয়া, নাসির হোসেনের বিয়েসহ সাম্প্রতিক কিছু ঘটনায় তাঁর নামে খোলা ভুয়া আইডি থেকে নানা রকম স্ট্যাটাস, মন্তব্য পোস্ট করা হয়।