নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে যোগ দিচ্ছেন স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি। নিউজিল্যান্ডের দলের সাথে তিন সপ্তাহ কাজ করবেন তিনি। পারিবারিক কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ জাতীয় দলের সাথে ছিলেন না নিউজিল্যান্ডের এই কিংবদন্তী স্পিনার।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন আজ বিকেলে বলেন, ‘সাবেক কিউই অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির মত একজন বড়মানের ক্রিকেট ব্যক্তিত্ব দলের সাথে থাকা এবং ড্রেসিংরুম শেয়ার করাই অনেক কিছু”।
“সর্বোপরি নিউজিল্যান্ডের কন্ডিশনে তার দীর্ঘ অভিজ্ঞতা দলের জন্য বিরাট সহায়ক ভূমিকা রাখতে পারে। তাই ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের প্রায় পুরো সময় ভেট্টোরি দলের সাথে কাজ করবেন।’
বিসিবির প্রধান নির্বাহী যোগ করেন, ‘বোর্ড মনে করে যে, ভেট্টোরির মত একজন কিংবদন্তি ক্রিকেটার বাংলাদেশ দলের সাথে থাকা কিংবা ড্রেসিংরুম শেয়ার করার আলাদা একটা গুরুত্ব আছে। সুতরাং বোর্ড যেটা করেছে, সবকিছু চিন্তাভাবনা করেই করেছে। দিনের হিসেবে উনি ২০-২২ দিন বাংলাদেশ দলের সাথে থাকবেন।’
ভেট্টোরি দলের স্পিন বোলিং কোচ, কিন্তু এতদিন কেন ছিলেন না? কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ভেট্টোরি কিন্তু অনেকদিন ধরে বাংলাদেশ দলের সাথে সম্পৃক্ত আছেন এবং সার্ভিস দিচ্ছেন”।
“কিন্তু করোনার কারণে হয়তো উনার মুভমেন্টে সমস্যা হচ্ছে। মূল বিষয় হল উনি বাংলাদেশ দলের সাথে যেখানেই যোগ দেন না কেন, দেশে ফিরে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটা বিরাট এক ঝামেলা। তবে তিনি বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরেই যুক্ত হচ্ছেন।”