আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ব্যবধানে প্রথম টেস্ট ম্যাচ জয়ের পথে জিম্বাবুয়ে

আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে। আবুধাবিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে তে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় পড়েছে আফগানিস্থান। দ্বিতীয় দিনে আজ ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নেয় জিম্বাবুয়ের অধিনায়ক উইলিয়ামস। উইলিয়ামসনের ১০৫ রানের সুবাদে ২৫০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেটে ৪৮ রান সংগ্রহ করেছে আফগানিস্থান। দলীয় ৬ রানের মধ্যেই আব্দুল মালিক (০) এবং মনির আহমেদ(১)- এর উইকেট হারায় আফগানিস্তান। এরপর শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন আরেক টপ অর্ডার ব্যাটসম্যানরা রহমত সাহ।

এর আগে গতকাল সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আসগর আফগান। ব্যাট করতে নেমেই যেন হাঁসফাঁস অবস্থা টেস্ট ক্রিকেটের নতুন দলটির। টেস্টে আফগানরা সবশেষ ম্যাচ জিতেছিল বাংলাদেশের বিপক্ষে। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দলটা যেন ধপাস করে পড়েছে আকাশ থেকে। প্রথম ইনিংসে অলআউট হয় ১৩১ রানে।





প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। একসময় ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে বসা জিম্বাবুয়েকে টেনে তোলার পথে সিকান্দার রাজার (৪৩) সাথে ৭১, রেগিস চাকাভার (৪৪) সঙ্গে ৭৫ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে লড়েছেন বাঁহাতি উইলিয়ামস। তুলেছেন ক্যারিয়ারের তৃতীয় সাদা পোশাকের সেঞ্চুরি।