অ্যাশটন আগরের ৬ উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬৪ রানে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অ্যাশটন আগর-এর বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ের সুবাধে নিউজিল্যান্ডের সামনে ৪ উইকেট হারিয়ে ২০৮ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। শুরুতেই ওপেনার ম্যাথ্যু ওয়েডের উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। কিন্তু ৬ রানের উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ৮৩ রানের জুটি গড়েন ফিঞ্চ আর ফিলিপ্পে। ফিঞ্চ আর ম্যাক্সওয়েল মিলে গড়েন ৬৪ রানের জুটি।

এর মধ্যে ফিঞ্চ ৪৪ বলে ৬৯ রান করে আউট হন। ৮টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। ১৯৪ রানের মাথায় আউট হন ম্যাক্সওয়েল। ৩১ বলে ৮টি বাউন্ডারি এবং ৫টি ছক্কায় তিনি ৭০ রান করেন। মার্কাস স্টোইনিজ ৯ রানে এবং মিচেল মার্শ ৬ রানে অপরাজিত থাকেন।নিউজিল্যান্ডের হয়ে ইস শোধি ২টি এবং ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি।





বিশাল রানের টার্গেটে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিল-এর ব্যাটে শুরুটা ভালই করেছিল নিউজিল্যান্ড। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ১৭.১ ওভাবে ১০ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়েছে ২৮ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন মার্টিন গাপটিল। এছাড়াও ৩৮ রান করেন ডিভন কনওয়ে। ৩০ রানে ৬ উইকেট নিয়েছে স্পিনার অ্যাশটন আগর।