সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল আফগানিস্থান। ওই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ সূচনা করেছিল রাশিদ খানের দল। দীর্ঘদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে আফগানিস্তান। সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আসগর আফগান।
ব্যাট করতে নেমেই যেন হাঁসফাঁস অবস্থা টেস্ট ক্রিকেটের নতুন দলটির। টেস্টে আফগানরা সবশেষ ম্যাচ জিতেছিল বাংলাদেশের বিপক্ষে। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দলটা যেন ধপাস করে পড়েছে আকাশ থেকে।
ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই স্ট্যাম্প উড়ে যায় ওপেনার আবদুল মালিকের। টেস্ট অভিষেকের ম্যাচে আবদুল মালিককে ফিরতে হলো শূন্য হাতে। ২.২ ওভারের মাথায় সেই মুজারাবানির বলেই ৬ রান করে সাজঘরে ফেরেন দুই নম্বরে ব্যাট করতে নামা রহমত শাহ।
তিন অভিষিক্তের একজন মুনির আহমেদ। চার নম্বরে ব্যাট করতে নেমে তিনিও ভড়কে যান ভিক্টোর নায়োচির বলে। ১২ রান করে ক্যাচ দেন সিকান্দার রাজার হাতে। দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি অভিজ্ঞরা। আফসার জাজাই করেন সর্বোচ্চ রান। ডোনাল্ড তিরিপানোর বলে ক্যাচ দেয়ার আগে করেন ৩৭ রান।
জিম্বাবুয়ের বোলিং তোপের সামনে অধিনায়ক আসগর আফগানও সফে দেন নিজেকে, করেন মাত্র ১৩ রান। এছাড়া ১৬ রান করেন আমির হামজা। তাতে ৪৭ ওভারে ১৩১ রানেই অল-আউট হয় আফগানিস্তান।
জিম্বাবুয়ের শুরুটাও ভালো হয়নি। পেসার ইয়ামিন আহমাদজাইয়ের করা ইনিংসের চতুর্থ বলে বোল্ড হন কেভিন কাসুজা। টেকেননি সাড়ে তিন বছর পর টেস্ট দলে ফেরা তারিসাই মুসাকান্দাও। তাকে বোল্ড করা বাঁহাতি স্পিনার আমির হামজা পরে পরপর দুই বলে প্রিন্স মাসভাউরে ও ওয়েসলি মাধেভেরেকে ফিরিয়ে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা।
সেই বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করা সিকান্দার রাজা শুরু করেন পাল্টা আক্রমণ। শুরু থেকে আস্থার সঙ্গে খেলা উইলিয়ামসের সঙ্গে জমে যায় তার জুটি। ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ায় তাদের হাত ধরে।
শেষ ঘণ্টায় রাজাকে (৬২ বলে ৪৩) ফিরিয়ে ৭১ রানের জুটি ভাঙেন হামজা। রায়ান বার্লকে নিয়ে বাকি সময় কাটিয়ে দেন উইলিয়ামস। ৭৮ বলে ৫ চারে ৫৪ রানে অপরাজিত আছেন জিম্বাবুয়ে অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ১ম ইনিংস: ৪৭ ওভারে ১৩১ (মালিক ০, ইব্রাহিম ৩১, রহমত ৬, মুনির ১২, শাহিদি ৫, আফসার ৩৭, আসগর ১৩, ওয়াসি ৩, হামজা ১৬*, ইয়ামিন ১, জহির ০; মুজারাবানি ১২-৩-৪৮-৪, নাউচি ১০-১-৩৪-৩, টিরিপানো ১২-৫-২৪-১, বার্ল ৭-১-৯-০, উইলিয়ামস ৩-২-৪-১, রাজা ৩-০-৮-১)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৩৩/৫ (মাসভাউরে ১৫, কাসুজা ০, মুসাকান্দা ৭, উইলিয়ামস ৫৪*, মাধেভেরে ০, রাজা ৪৩, বার্ল ৮*; ইয়ামিন ৯.১-২-২০-১, হামজা ১৭-১-৬১-৪, জহির ৯-০-৩৬-০, ওয়াসি ৩.৫-০-১১-০)।
জিম্বাবুয়ের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ১৩১ রানে অলআউট হয়েছে আফগানিস্থান।