জুনে জিম্বাবুয়ে সফর নিশ্চিত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড

করোনা ভাইরাসের জন্য বাংলাদেশের একাধিক দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে। তবে আবারো ব্যস্ত সুচিতে পা দিয়েছে বাংলাদেশ। যার শুরুটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং টেস্ট সিরিজ দিয়ে। ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

তবে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে বসে থাকার কোনো উপায় নেই টাইগারদের। এপ্রিলেই শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরপর মে মাসেই আবারো বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আসবে শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী আগামী জুনে হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ টুর্নামেন্ট। তবে ভারত যদি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে তাহলে স্থগিত হয়ে যেতে পারে এশিয়া কাপ।

তবে ওই সময়ে বাংলাদেশ জাতীয় দলের বসে থাকার কোনো উপায় নেই। এশিয়া কাপ স্থগিত হলেও সাত বছর পর জিম্বাবুয়ের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জিম্বাবুয়ের মাটিতে দুটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের এফটিপিতে এশিয়া কাপের জন্য একটা স্লট রাখা আছে। এশিয়া কাপের পরই জিম্বাবুয়ের সাথে আমাদের একটা এফটিপি কমিটমেন্ট রয়েছে। ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির। এখন পর্যন্ত এভাবেই আছে।’





এশিয়া কাপের সূচি প্রসঙ্গে নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘আপনারা জানেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্টরা এখনো চূড়ান্ হয়নি। একটা টেস্ট সিরিজ এখন চলছে তার উপর মূলত নির্ভর করবে যে কারা কারাফাইনালে খেলবে। এশিয়া কাপের স্লটটা এই মুহুর্তে যেভাবে আছে সেখানে কোন পরিবর্তন আসেনি। জুনের প্রথম সপ্তাহে।’