অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই দুর্দান্ত করেছেন তামিম ইকবাল। ঘরের মাঠে তামিম ইকবালের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। তবে এবার তামিম ইকবালের সামনে রয়েছে বড় একটি চ্যালেঞ্জ। দেশের মাটির পর এবার বিদেশের মাটিতে সিরিজ জিততে চান তামিম ইকবাল।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বর্তমানে নিউজিল্যান্ড ও অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ টি ওয়ানডে ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাঠে গিয়ে এখনো জয়ের দেখা পায়নি টাইগাররা। দল হিসেবে ভালো করতে পারলে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ যেকোনো দলকেই হারাতে পারে বলে মনে করেন তামিম।
আজ একটি ভিডিও বার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘অধিনায়ক হিসেবে এটাই আমার প্রথম বিদেশ সফর। আমি আশাবাদী। আমি নিশ্চিত যে প্রথম ওয়ানডের আগে আমাদের যে অনুশীলন সেশন আছে এর মধ্যে আমরা দল হিসেবে তৈরি হয়ে যাবো। সত্যি কথা আমি যা অনুভব করি, প্লেয়ারদের সঙ্গে কথা বলে, প্রত্যেকেই ভালো করতে চায়। বাংলাদেশ দলের জন্য ভালো করতে চায়।’
নিউজিল্যান্ডের মাটিতে এখনও ওয়ানডে ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের মাটিতে কিছু দারুন স্মৃতি রয়েছে টাইগারদের। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভিডিওবার্তায় তামিম ইকবাল আরো বলেন,
”ইনশাল্লাহ আমরা আশাবাদী। দেখা যাক। বাংলাদেশ দলের সেই সামর্থ্য আছে অবশ্যই আছে। আমরা সবাই যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, সবাই যদি একসঙ্গে পারফর্ম করি, আমরা যেকোনো দলকেই হারাতে পারি। আমি বিশ্বাস করি দলের সবাই এটা বিশ্বাস করে। আমরা সবাই আশাবাদী।’