অনেক আগেই জাতীয় দল থেকে অবসর নিয়েছেন শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, জহির খান, কেভিন পিটারসন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো তাদের ক্রিকেট জ্ঞান নিয়ে আলোচনা হয়। ক্রিকেট মাঠে তাদেরকে অনেককেই মিস করেন ক্রিকেট ভক্তরা। অবশেষে তাদের সেই চাওয়া বন্ধ হচ্ছে।
আগামী ৫ মার্চ থেকে শুরু হচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২১। গত বছর চার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর করোনাভাইরাসের কারণে প্রতিযোগিতাটি বন্ধ হয়ে যায়। এবার প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশ। ইতিমধ্যেই এই সিরিজের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এবারের আসরে নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ লিজেন্ডস এবং ইংল্যান্ড লিজেন্ডস। এছাড়া আরো খেলবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। এ আসরে খেলবে না অস্ট্রেলিয়া লিজেন্ডস।
এই টুর্নামেন্টের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ভারত। দলের হয়েছে এক ঝাঁক তারকা ক্রিকেটার। ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শচিন টেন্ডুলকার,ভিরেন্দর শেবাগ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, নামান ওঝা, জহির খানের মোটো কিংবদন্তি ক্রিকেটার। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে মাঠ কাঁপাবে কেভিন পিটারসেন। দেখে নিন দুই দলের চূড়ান্ত স্কোয়াড।
ভারত লিজেন্ডস : শচিন টেন্ডুলকার,ভিরেন্দর শেবাগ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, নামান ওঝা, জহির খান, প্রজ্ঞান ওঝা, নোয়েল ডেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান এবং মানপ্রিত গনি।
ইংল্যান্ড লিজেন্ডস : কেভিন পিটারসেন, ওয়াইজ শাহ, ফিল মাস্টার্ড, মন্টিপ্যানেসার, নিজ কম্পটন, কবির আলি,উসমান আফজাল, ম্যাথু হগার্ড, জেমসটিনডাল, ক্রিস ট্রেমলেট, সাজিদ মাহমুদ, জেমস ট্রেডওয়েল, ক্রিস স্কোফিল্ড, জনাথনট্রট এবং রায়ান সাইডবটম।