চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে জয়ের মুখ দেখতে শুরু করেছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ড উল্ভস দলের বিপক্ষে একমাত্র চার দিনের ম্যাচে দ্বিতীয় দিন শেষ এই জয়ের মুখ দেখতে শুরু করে দিয়েছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল।

এই দিন প্রথম ইনিংসে ৩১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। বাংলাদেশ থেকে ১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করে আয়ারল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। দিন শেষে ৪ উইকেটে সংগ্রহ করেছে ৩৫ রান।

এর আগে দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করেন গতকাল অপরাজিত দুই ব্যাটসম্যান অধিনায়ক সাইফ হাসান এবং মাহমুদুল হাসান জয়। গতকাল ২২ রানে অপরাজিত থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেন অধিনায়ক সাইফ হাসান।

এবং আরেক ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ১৮ রানে অপরাজিত ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও হাফ সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন দুইজন। ১ রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি সাইফ হাসান এবং ৩ রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি মাহমুদুল হাসান জয়।

তবে এই দিন ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি পথে হাটছিলেন ইয়াসির আলী। মাঝে তৌহিদ হৃদয় ৩৬ রান করে আউট হলেও দুর্দান্ত ব্যাটিং করছিলেন ইয়াসির আলী। তবে সেঞ্চুরি থেকে ১২ রান দূরে ৮৮ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এরপর শাহাদৎ হোসেনের ২০ এবং আকবর আলীর ১৯ রান ছাড়া আর কোন ব্যাটসম্যান সুবিধা করতে পারেনি।





দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। শুরুতেই উইকেট তুলে নেন এবাদত হোসেন। এরপরই স্পেন ভেলকি দেখান তানভির ইসলাম। টপাটপ তুলে নেন ৩ উইকেট। বাংলাদেশ থেকে ১২৭ রানে পিছিয়ে আগামীকাল তৃতীয় দিনে আবারো ব্যাট করতে নামে আয়ারল্যান্ড।

এর আগে গতকাল বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের দ্বিতীয় সেশনের পরেই সবকয়টি উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড এ ক্রিকেট দল।

বাংলাদেশের হয়ে এই দিন ৫ উইকেট নিয়েছেন স্পিনার তানভির ইসলাম। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি স্টাইলে শুরু করেন তরুণ ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম।

তবে বেশি দূর এগোতে পারেননি তিনি। ৩৯ বলে ৮ টিচার এর সাহায্যে ৪১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান তামিম। অবশ্য বাকি দিনটা মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে শেষ করেন অধিনায়ক সাইফ হাসান।

আইরিশ উল্ভস দল: মার্ক আদির, কার্টিস ক্যাম্পার, পিটার চেজ, গেরেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেন, জনাথন গার্থ, শেন গেটকেট, গ্রাহাম হুম, জার্মি ললর, জস লিটল, জেমস ম্যাককালাম, নেইল রক, হ্যারি টেক্টর (অধিনায়ক), লর্কান টাকার ও বেন হোয়াইট।





বাংলাদেশ ইমার্জিং দল: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, শফিকুল ইসলাম (ইমন), মুকিদুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী, রেজাউর রহমান রাজা, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি।