চট্টগ্রামে একমাত্র টেস্টের প্রথম দিনে তানভির ইসলামের বিধ্বংসী বোলিংয়ে ১৫১ রানে অলআউট আয়ারল্যান্ড এ ক্রিকেট দল

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশ উল্ভস দলের বিপক্ষে একমাত্র চার দিনের ম্যাচে বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনে সবকয়টি উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড এ ক্রিকেট দল। বাংলাদেশের হয়ে এই দিন ৫ উইকেট নিয়েছেন স্পিনার তানভির ইসলাম।





এইদিন টসে হেরে বোলিং করতে নেবে লাঞ্চ বিরতির আগেই আয়ারল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড।

তানভীর ইসলামের বলে ১৯ রান করে জেমস ম্যাককালাম প্যাভিলিয়নে ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। দলীয় ৪২ রানের মাথায় আরেক ওপেনার ব্যাটসম্যান জার্মি ললরকে ১৩ রানের প্যাভিলিয়নে ফেরান খালেদ আহমেদ।

প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক হ্যারি টেক্টর। তার উইকেটটি তুলে নেন তানভির ইসলাম। এরপর দলীয় ৬২ রানের মাথায় স্টিফেন দোহেনকে ১৪ রানী প্যাভিলিয়নে ফেরেন এবাদত হোসেন। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড এ ক্রিকেট দল।

তবে লাঞ্চ বিরতি থেকে ফিরে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে আয়ারল্যান্ড। লর্কান টকার এবং কার্টিস ক্যাম্পার মিলে গড়ে তোলেন ৪৯ রানের পার্টনারশিপ। তাদের দুইজনের পার্টনারশিপ ভাঙ্গেন সাইফ হাসান।

দলীয় ১১১ রানের মাথায় লর্কান টকারকে ২০ রানে প্যাভিলিয়নে ফেরান সাইফ হাসান। তবে এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫১ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে তানভির ইসলাম ৫টি উইকেট, এছাড়াও সাইফ হাসান এবং এবাদত হোসেন দুটি, খালেদ আহমেদ নেন একটি উইকেট।

আইরিশ উল্ভস দল: মার্ক আদির, কার্টিস ক্যাম্পার, পিটার চেজ, গেরেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেন, জনাথন গার্থ, শেন গেটকেট, গ্রাহাম হুম, জার্মি ললর, জস লিটল, জেমস ম্যাককালাম, নেইল রক, হ্যারি টেক্টর (অধিনায়ক), লর্কান টাকার ও বেন হোয়াইট।





বাংলাদেশ ইমার্জিং দল: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, শফিকুল ইসলাম (ইমন), মুকিদুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী, রেজাউর রহমান রাজা, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি।