চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম সেশনেই আয়ারল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশ উল্ভস দলের বিপক্ষে একমাত্র চার দিনের ম্যাচে হেরে বোলিং করতে নেবে লাঞ্চ বিরতির আগেই আয়ারল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড।

তানভীর ইসলামের বলে ১৯ রান করে জেমস ম্যাককালাম প্যাভিলিয়নে ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। দলীয় ৪২ রানের মাথায় আরেক ওপেনার ব্যাটসম্যান জার্মি ললরকে ১৩ রানের প্যাভিলিয়নে ফেরান খালেদ আহমেদ।

প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক হ্যারি টেক্টর। তার উইকেটটি তুলে নেন তানভির ইসলাম। এরপর দলীয় ৬২ রানের মাথায় স্টিফেন দোহেনকে ১৪ রানী প্যাভিলিয়নে ফেরেন এবাদত হোসেন। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড এ ক্রিকেট দল।

আইরিশ উল্ভস দল: মার্ক আদির, কার্টিস ক্যাম্পার, পিটার চেজ, গেরেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেন, জনাথন গার্থ, শেন গেটকেট, গ্রাহাম হুম, জার্মি ললর, জস লিটল, জেমস ম্যাককালাম, নেইল রক, হ্যারি টেক্টর (অধিনায়ক), লর্কান টাকার ও বেন হোয়াইট।





বাংলাদেশ ইমার্জিং দল: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, শফিকুল ইসলাম (ইমন), মুকিদুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী, রেজাউর রহমান রাজা, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি।