আগামী ৫ মার্চ থেকে শুরু হচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২১। গত বছর চার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর করোনাভাইরাসের কারণে প্রতিযোগিতাটি বন্ধ হয়ে যায়। এবার প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশ। ইতিমধ্যেই এই সিরিজের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এবারের আসরে নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ লিজেন্ডস এবং ইংল্যান্ড লিজেন্ডস। এছাড়া আরো খেলবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। এ আসরে খেলবে না অস্ট্রেলিয়া লিজেন্ডস।
১৭ দিনের এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচই ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
রোড সেফটি টুর্নামেন্ট ২০২১ এর সূচি:
তারিখ – ম্যাচ
৫ মার্চ, শুক্রবার – ভারত বনাম বাংলাদেশ
৬ মার্চ, শনিবার – শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ
৭ মার্চ, রবিবার – ইংল্যান্ড বনাম বাংলাদেশ
৮ মার্চ, সোমবার – দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা
৯ মার্চ, মঙ্গলবার – ভারত বনাম ইংল্যান্ড
১০ মার্চ, বুধবার – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১১ মার্চ, বৃহস্পতিবার – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
১২ মার্চ, শুক্রবার – বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
১৩ মার্চ, শনিবার – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
১৪ মার্চ, রবিবার – শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড
১৫ মার্চ, সোমবার – দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ
১৬ মার্চ, মঙ্গলবার – ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ
১৭ মার্চ, বুধবার – প্রথম সেমিফাইনাল
১৮ মার্চ, শুক্রবার – দ্বিতীয় সেমিফাইনাল
২১ মার্চ, রবিবার – ফাইনাল