ইংল্যান্ডের ১০০ বল ক্রিকেট টুর্নামেন্টে দল পাইনি সাকিব-তামিম সহ কোন বাংলাদেশি ক্রিকেটার।

গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নতুন একটি ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’। ২০১৯ সালের অক্টোবরে ড্রাফট হলে করোনা মহামারির কারনে এক বছরের বেশি সময় স্থগিত হয়ে থাকলেও বহুল আলোচিত এই ফরম্যাটের আসর শুরু হতে যাচ্ছে চলতি বছরের জুলাইয়ে।

এবার সবকিছু ঠিকঠাক থাকলে ২১ জুলাই থেকে মাঠে গড়াবে ১০০ বলের এই আলোচিত টুর্নামেন্ট। সোমবার ভার্চুয়াল মাধ্যমে টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হওয়ার এক দিন পর মঙ্গলবার খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

তবে সেখানে দল পাননি কোন বাংলাদেশী ক্রিকেটার। ১০০ বলের ক্রিকেটের ড্রাফটে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবালসহ আট বাংলাদেশি। যেখানে এক লাখ পাউন্ডের ক্যাটাগরিতে সাকিব ও তামিম, ৪০ হাজার পাউন্ডে লিটন দাস, ইমরুল কায়েস, সাব্বির রহমানরা।

আর তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, সৌম্য সরকারের কোনো মূল্য নির্ধারণ ছিল না। নিলাম শেষে মঙ্গলবার প্রকাশিত তালিকায় মিলল না কোনো বাংলাদেশির নাম।





এবার ড্রাফট থেকে স্থানীয় কোটায় ২৮ জন আর বিদেশি কোটায় ৭ জন দল পেয়েছেন। সর্বোচ্চ দামি ক্যাটাগিরিতে আছেন রশিদ খান, আর্চি শর্ট, আন্দ্রে রাসেল, জেসন রয়, সুনিল নারিন, গ্লেন ম্যাক্সওয়েল, ইয়ন মরগান, মঈন আলী। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক কোটি ১৯ লাখের বেশি।