দেশের হয়ে খেলার জন্য পিএসএল ছেড়ে দেশে ফিরে গেলেন ক্রিস গেইল এবং রশিদ খান

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে দেশে ফিরে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল এবং আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। গতকাল সোমবার রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটরস ও লাহোর কালান্দারসের মধ্যকার ম্যাচ শেষে দেশের হয়ে খেলার জন্য পিএসএল ছাড়ার কথা জানিয়েছিলেন গেইল।





আজ (মঙ্গলবার) সকালে একই কারণে টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার ঘোষণা দিলেন রশিদ খান। মূলত জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে দেশে ফিরে গিয়েছেন রশিদ খান। আগামী দুই মার্চ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান।

এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই আফগানিস্থানের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার কথা জানিয়ে টুইটবার্তায় রশিদ লিখেছেন, ‘খুব অল্প সময়েই পিএসএল ছাড়তে হচ্ছে। তবে আমাকে জাতীয় দায়িত্ব পালন করতে হবে। লাহোর কালান্দারস ও সকল ভক্তদের ধন্যবাদ তাদের অসাধারণ সমর্থন ও ভালোবাসার জন্য। ইনশাআল্লাহ্‌ আগামী বছর দেখা হবে।’

এদিকে রশিদ খান ফিরে গেলেও, টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আরও বেশ কিছু ম্যাচ খেলতে পারবেন মুজিব উর রহমান (পেশোয়ার জালমি), কাইস আহমেদ (কোয়েটা গ্ল্যাডিয়েটরস) এবং নুর আহমেদরা (করাচি কিংস)। কারণ তাদেরকে টেস্ট স্কোয়াডে রাখা হয়নি। এছাড়া টেস্ট থেকে অবসর নেয়া মোহাম্মদ নাবীও (করাচি কিংস) আরও কিছু ম্যাচ খেলে তারপর যোগ দেবেন টি-টোয়েন্টি সিরিজের দলে।

জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট স্কোয়াড
আসগর আফগান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আফসার জাজাই, নাসির জামাল, আব্দুল মালিক, মুনির আহমেদ কাকার, শহিদুল্লাহ কামাল, বাহির শাহ মাহবুব, রশিদ খান, আমির হামজা, ফজল হক ফারুকি, সৈয়দ আহমেদ শিরজাদ, সেলিম শাফি, ওয়াফাদার মোমান্দ, জিয়াউর রহমান আকবর এবং ইয়ামিন আহমেদজাই।

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড
শন উইলিয়ামস (অধিনায়ক), রায়ার্ন বার্ল, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, কেভিন কাসুজা, ওয়েসলে মাধভের, ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসভাউরে, ব্রেন্ডন মাভুতা, তারিসাই মুসাকান্দা, রিচমন্ড মুতুম্বামি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি এবং ডোনাল্ড তিরিপানো।





জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজের সূচি : প্রথম টেস্ট – ২ মার্চ, দ্বিতীয় টেস্ট – ১০ মার্চ, প্রথম টি টোয়েন্টি – ১৭ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি – ১৯ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি- ২০ মার্চ