নিউজিল্যান্ড সফর চ্যালেঞ্জিং হবে: তাসকিন আহমেদ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মঙ্গলবার নিউ জিল্যান্ড যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সরাসরি বিকেল ৪টায় রওণা হবে দল। পরদিন বিকেলে বাংলাদেশ দলকে বহনকারী বিমান পৌঁছবে ক্রাইস্টচার্চে।





আজ বিকালে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে এই সিরিজ অনেক চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বল তাসকিন আহমেদ। নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা স্মরণ করে ডানহাতি এ পেসার বলেছেন, ‘আসলে নিউজিল্যান্ডে এর আগেও দুইবার খেলেছি আমি”।

“বিশ্বকাপ খেলেছি এবং নিউজিল্যান্ড সিরিজ খেলেছি। সবসময় অনেক চ্যালেঞ্জিং হয় বাইরে থেকে যারাই খেলতে যায় ওদের কন্ডিশনে ওদের সঙ্গে। ওইখানে ভালো করতে হলে আসলে সহজে কোনো কিছু পাওয়া সম্ভব না বোলার, ব্যাটসম্যান দুজনের জন্যই। কারণ ওদের কন্ডিশনে সবসময় ওরাই ফেভারিট থাকে এবং কঠিন হয় প্রতিপক্ষ দলের জন্য। তবে আমাদের শতভাগ তো দিতেই হবে সঙ্গে ইতিবাচক থাকতে হবে।’

বাংলাদেশ দলের অনুশীলনের জন্য এই সিরিজের সময়সূচি এক সপ্তাহ পিছিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নতুন সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে ২০ মার্চ। এরপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ মার্চ। তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ মার্চ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথমটি শুরু হবে ২৮ মার্চ। দ্বিতীয় টি অনুষ্ঠিত হবে ৩০ মার্চ এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এপ্রিল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। এছাড়াও দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে সকাল সাতটায়। এছাড়াও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়।

বাংলাদেশ দল এর আগে নিউ জিল্যান্ড সফরে গিয়েছিল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আগে। সবশেষ সফরে ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সফর স্থগিত করেই ফিরেছিল বাংলাদেশ দল।





বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মাহাদী হাসান ও নাসুম আহমেদ।