গতকাল রাতে মাকে নিয়ে আমেরিকা গেলেন সাকিব আল হাসান

মাকে নিয়ে আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। নতুন বছরের প্রথম দিনেই তৃতীয়বারের মতো বাবা হওয়ার সুখবরটি দিয়েছিলেন সাকিব। আগামী মাসের শুরুর দিকেই পৃথিবীর বুকে আসতে সাকিব-শিশির দম্পতির তৃতীয় সন্তান।

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে গতকাল রাতে আমেরিকা উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি। কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব আল হাসানের সাথে আমেরিকায় গেছেন মা শিরিন আক্তার। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে করে রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় রওনা হন তারা।





উল্লেখ্য, সাকিব-শিশির দম্পতির সংসারে রয়েছে দুইটি কন্যা সন্তান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি।