ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ভারতের টি-টোয়েন্টি সিরিজের সুযোগ পেলেন এক ঝাঁক তরুণ ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ ভালো খেলার পুরস্কার পেলেন ভারতের চার তরুণ ক্রিকেটার। আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ ১৯ সদস্যের চূড়ান্ত টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। স্কোয়াডে সুযোগ পেয়েছে একঝাঁক তরুণ ক্রিকেটার।

মূলত অক্টোবরে নিজেদের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই তরুণদের নিয়ে দল সাজিয়েছে নির্বাচকরা। বর্তমানে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। এরপরে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১২ মার্চ থেকে।

এই সিরিজকে সামনে রেখে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। ২০২০ আইপিএল দারুণ পারফর্ম করার পুরস্কার পেলেন সূর্যকুমার যাদব, ইশান কিশান, বরুণ চক্রবর্তী এবং রাহুল তেওতিয়া। চোটের জন্য অস্ট্রেলিয়া সিরিজের দলে না-থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরেছেন বিরাট কোহলির ডেপুটি রোহিত শর্মা।





ভারতের টি-টোয়েন্টি সিরিজের দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত, ইশান কিশান, ইউজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওতিয়া, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, দিপক চাহার, নবদিপ সাইনি এবং শার্দুল ঠাকুর।