অবশেষে আশার আলো দেখছে বাংলাদেশ শ্রীলংকার মধ্যকার টেস্ট সিরিজ। নানা নাটকীয়তা হয়েছে বাংলাদেশের শ্রীলংকার তিন ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে। অবশেষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলার বিষয়টি চূড়ান্ত করেছে আয়োজক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
এর প্রেক্ষিতে ম্যাচ দুটো খেলতে এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে দেশটি সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। করোনা ভাইরাসের কারণে ইতোমধ্যে দুইবার স্থগিত হয়েছে এই সিরিজ। প্রথমবার স্থগিত হয়েছিল চলতি বছরের জুনে, দ্বিতীয়বার অক্টোবরে। সব ঠিক থাকলে স্থগিত হয়ে যাওয়া সেই সিরিজটিই এবার মাঠে গড়াতে যাচ্ছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের যে যোগাযোগ হচ্ছে তাতে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই দুটি ম্যাচ আছে সেটি চূড়ান্ত হয়েছে।
দুটি টেস্ট ম্যাচ এক ভেন্যুতেই হবে। আমরা আশা করি এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে। যেহেতু স্বাগতিক দেশ এই ঘোষণাটা দেয়, বিষয়টা তাদের কাছ থেকে আসলেই ভালো হবে।’
লঙ্কানদের বিপক্ষে টিস্ট সিরিজ শেষে হতেই আবার ঘরের মাটিতে ওয়ানডে খেলার প্রস্তুতিতে নেমে পড়তে হবে তামিম ইকবালদের। কেননা বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে মে মাসে বাংলাদেশ সফরে আসছে লঙ্কানরা।
এর পরেই বাংলাদেশে আসবে ইংল্যান্ড। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। তবে একই সময়ে বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সফর কাছাকাছি সময়ে হওয়ায় কারণে এই দুই দলর সঙ্গে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হতে পারে।
ইতিমধ্যেই এই সিরিজ নিয়ে দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে কোন সময় এই সিরিজ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলেও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নিবার্হী।
“এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই খেলাগুলো ভবিষ্যৎ সফর পরিকল্পনায় ধরা আছে। দিন-তারিখ এখনো নিশ্চিত হয়নি। এসব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সফরকারী দলের সঙ্গে যোগাযোগ করছে। হয়তো যে কোনো একটা সময় আমরা এসব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার মতো অবস্থায় আসব।”