আইপিএলে ৫ কোটি ২৫ লাখ টাকা বিক্রি হাওয়া ক্রিকেটার কে এই শাহরুখ খান? কেনই বা এত মূল্য

“শাহরুখ খান” বলতে বোঝায় বলিউডের সুপারস্টার কিং খানকে। কিন্তু আইপিএলের এবারের আসরে ক্রিকেটারদের নিলাম-এর শাহরুখ খানের নাম দেখে চমকে যান অনেকেই। কে এই শাহরুখ খান? বলিউডের সুপারস্টার শাহরুখ খান নয়তো। এমনিতেই ক্রিকেটের সাথে বলিউড সুপারস্টার শাহরুখ খানের অনেক সম্পর্ক রয়েছে।

আইপিএলে দল কলকাতা নাইট রাইডার্স এর অন্যতম মালিক তিনি। প্রতি আসরেই মাঠে দেখা যায় তাকে। কিন্তু আইপিএলের ক্রিকেটারদের নিলামে যে শাহরুখ খান তিনি একজন ক্রিকেটার। আইপিএলের নিলামে অচেনা এই শাহরুখ খানকে দলে নিতে ৫ কোটি ২৫ লাখ টাকা খরচ করতে হয়েছে বলিউডের আরেক অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংসকে।

শাহরুখ খান একজন তামিলনাড়ুর ক্রিকেটার। ভারতের ঘরোয়া ক্রিকেট লিকে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন তিনি। ৩১ টি টি-টোয়েন্টি ম্যাচে ২৯৩ রান রান রয়েছে তার। উইকেট ২টি। এছাড়া ২০টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ৫ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত একটিও হাফ-সেঞ্চুরি করেননি শাহরুখ।





শাহরুখ রাজস্থান, কেকেআর ও পাঞ্জাবের ট্রায়ালে অংশ নিয়েছিলেন। শাহরুখ বলেছেন, এই বছর আইপিএল খেলতে পারব বলে আশা করিনি। তবে আশেপাশে শুনছিলাম, আমাকে হয়তো দেখা যেতে পারে এবার আইপিএল-এ। যে কোনও ক্রিকেটারের কাছে আইপিএল বড় মঞ্চ। আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলব, এটা ভেবেই রোমাঞ্চ অনুভব করছি”।