শ্রীলঙ্কা সিরিজের পরিবর্তে আইপিএলে খেলাকে কেন্দ্র করে সাকিবকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই সাকিবকে নিয়ে শুরু করেছে নানা সমালোচনা। তবে এই সমালোচনার মধ্যে ও সাকিবের পাশে দাঁড়িয়েছেন অনেকেই।
এবার সাকিবের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক নির্বাচন এবং সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। আইপিএলে খেলা সাকিবকে এ বছরই ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে সাহায্য করবে বলে জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কক্সবাজারে লিজেন্ডস চ্যাম্পিয়ন ট্রফি চলাকালীকন ফারুক বলেন, ‘আমি মনে করি, আইপিএল ওকে (সাকিবকে) বিশ্বকাপের জন্য ভালো সাহায্য করতে পারে। একটা বা দুইটা প্লেয়ার কিন্তু দলকে অনেক দূর টেনে নিতে পারে। তাই আমি আশা করি, আইপিএল তাকে বিশ্বকাপের জন্য ভালোভাবে সাহায্য করতে পারবে।’
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আবারও আইপিএলে ফিরছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনেছে ২০১৪ সালে শেষ শিরোপা জেতা দলটি। সাকিব এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার জার্সিতে খেলেছেন এবং দুবার চ্যাম্পিয়ন হতে গুরুত্বপূর্ণ রেখেছেন।
আইপিএলে খেলার জন্য বোর্ডের কাছে ছুটির আবেদন করেন সাকিব। তার আবেদনে না করেনি বোর্ড। তাকে জোর করার কারণ দেখছেন না বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। এই বোর্ড কর্মকর্তা বলেছেন, ‘সাকিব আইপিএলে খেলতে চায়”।
“এজন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াতে সে সম্প্রতি আমাদের একটি চিঠি দিয়েছে। আমরা তাকে অনুমতি দিয়েছি। কারণ, যার খেলার (জাতীয় দলের হয়ে টেস্ট) কোনো আগ্রহ নেই, তাকে জোরাজুরি করার মানে নেই।’
এদিকে আইপিএল রাজস্থান রয়েলসের খেলবেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ যদি চাই তাহলে তাকেও ছুটি দিতে রাজি আছে বিসিবি। এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘মুস্তাফিজ ছুটি চাইলে অবশ্যই তাঁকে দেয়া হবে। সে যেহেতু বাংলাদেশ দলের খেলোয়াড়, যেহেতু সাকিব পেয়েছে সেও পাবে। সে (সাকিব) আপাতত আমাদের চিঠি দিয়েছে টেস্টের ব্যাপারে। সেটা নিয়েই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।’