আইপিএলে হবে সাকিবের বিশ্বকাপ প্রস্তুতি: ফারুক

শ্রীলঙ্কা সিরিজের পরিবর্তে আইপিএলে খেলাকে কেন্দ্র করে সাকিবকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই সাকিবকে নিয়ে শুরু করেছে নানা সমালোচনা। তবে এই সমালোচনার মধ্যে ও সাকিবের পাশে দাঁড়িয়েছেন অনেকেই।

এবার সাকিবের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক নির্বাচন এবং সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। আইপিএলে খেলা সাকিবকে এ বছরই ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে সাহায্য করবে বলে জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কক্সবাজারে লিজেন্ডস চ্যাম্পিয়ন ট্রফি চলাকালীকন ফারুক বলেন, ‘আমি মনে করি, আইপিএল ওকে (সাকিবকে) বিশ্বকাপের জন্য ভালো সাহায্য করতে পারে। একটা বা দুইটা প্লেয়ার কিন্তু দলকে অনেক দূর টেনে নিতে পারে। তাই আমি আশা করি, আইপিএল তাকে বিশ্বকাপের জন্য ভালোভাবে সাহায্য করতে পারবে।’

‘আপনি বলতে পারেন, দেশের স্বার্থে খেলতেছে না, বাইরে খেলছে। এটা অন্য একটা বিতর্ক। কিন্তু বোর্ড হয়ত অনেক কিছু চিন্তা করেছে। দেখেন, ও যদি আইপিএল চুক্তি মিস করে মন খারাপ করে, তখন কিন্তু পুরো খেলোয়াড় হিসেবে ওকে পাবে না। হয়ত বোর্ড ভারসাম্য করার চেষ্টা করেছে। হয়ত ভেবেছে, টেস্ট দুটা না খেললেও চলবে।’





এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আবারও আইপিএলে ফিরছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনেছে ২০১৪ সালে শেষ শিরোপা জেতা দলটি। সাকিব এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার জার্সিতে খেলেছেন এবং দুবার চ্যাম্পিয়ন হতে গুরুত্বপূর্ণ রেখেছেন।