দেশের জন্যই আইপিএল খেলবেন সাকিব : হার্শা ভোগলে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর এবারের আসরে জন্য ক্রিকেট বোর্ডের কাজ থেকে ছুটি চেয়েছে অনেক ক্রিকেটাররা। যার মধ্যে নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা বাংলাদেশ সিরিজ না খেলে খেলবেন আইপিএলে।

আইপিএল কে প্রাধান্য দিয়ে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক ট্রেন উয়িলিয়াম, ট্রেন্ট বোল্ট সহ একাধিক ক্রিকেটার। সেই তালিকায় যোগ হয়েছেন সাকিব আল হাসান। গতকাল কলকাতা নাইট রাইডার্স-এর দল পেয়েছেন তিনি।

এরপর আজ সকালে জানা যায় আইপিএলের খেলার জন্য শ্রীলঙ্কা সিরিজে যাচ্ছেন না সাকিব। আর এতেই ফুলে-ফেঁপে উঠেছে বাংলাদেশের ক্রিকেটের ভক্তরা। তবে অনেকে মনে করছেন সাকিবের আইপিএলে খেলাটাই সঠিক সিদ্ধান্ত।

আইপিএলের খেলা চলাকালীন সময়ে শ্রীলঙ্কা টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আর একই বছর ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঠিক এই কারণেই এবারের আসরে আইপিএলে বিদেশী ক্রিকেটাররা খেলতে যাচ্ছেন। এটা কি সঠিক সিদ্ধান্ত হিসেবে মনে করছেন ভারতের ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।





নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে হার্শা লিখেন, ‘অনেকেই দেশে টেস্ট খেলার পরিবর্তে আইপিএলকে বেছে নেয়। সাকিবও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলবে। পরবর্তী দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি বিশ্বকাপ, আইপিএলকে প্রধান্য দেয়ার কারণ আরো স্পষ্ট হয়ে উঠছে।’