ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং টেস্ট সিরিজের পর এবার নিউজিল্যান্ডের মাটিতে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে টাইগাররা।
এদিকে এই সিরিজকে সামনে রেখে আগামী কাল ২০ সদস্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজে টেস্ট সিরিজ না থাকার কারণে শুধু রঙিন পোশাকের জন্য দল ঘোষণা করবে বিসিবি।
টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াডে দেখা যেতে পারে অনেকগুলি নতুন মুখ।গুঞ্জন উঠেছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের সুযোগ পেতে পারেন স্পিনার নাসুম আহমেদ এবং ফাস্ট বোলার সুমন খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা দলের সাথে যোগ হচ্ছে নাঈম শেখ, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান।
দেখে নিন নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ সদস্যের বাংলাদেশের সম্ভাব্য স্কোয়ার্ড
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আল আমিন হোসেন/সুমন খান।
বাংলাদেশ দলের অনুশীলনের জন্য এই সিরিজের সময়সূচি এক সপ্তাহ পিছিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নতুন সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে ২০ মার্চ।
এরপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ মার্চ। তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথমটি শুরু হবে ২৮ মার্চ। দ্বিতীয় টি অনুষ্ঠিত হবে ৩০ মার্চ এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এপ্রিল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। এছাড়াও দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে সকাল সাতটায়। এছাড়াও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়।