শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ক্রিকেটারদের নিলাম। এবারের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। গতবছরের কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন তিনি। ভালো পারফর্মেন্স না করার জন্য তাকে ছেড়ে দেয় পাঞ্জাব।
এবারের নিলামে ম্যাক্সওয়েলকে নিয়ে একপ্রকার যুদ্ধ লাগিয়ে দিয়েছিলেন রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। দুই কোটি থেকে ১৪.২৫ কোটি রুপিতে বিক্রি হয়েছেন তিনি। শেষ পর্যন্ত এই টাকার যুদ্ধে জয়ী হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
গ্লেন ম্যাক্সওয়েলের পর দল পেয়েছেন সাকিব আল হাসান। ২ কোটি রুপিতে তাকে প্রথমেই ডাক দেন কলকাতা নাইট রাইডার্স। এরপর সেই তালিকায় যোগ হয় পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের এবারের আসরের নিলামে ২ কোটি রুপি থেকে শুরু হবে সাকিবের ডাক। এছাড়া বাকিদের মধ্যে মুস্তাফিজের ভিত্তিমূল্য ১ কোটি রুপি, মাহমুদউল্লাহ রিয়াদের ৭৫ লাখ রুপি ও সাইফউদ্দিনের ৫০ লাখ রুপি।
এবারের নিলামে ২৯২ জন খেলোয়াড়ের মধ্যে রয়েছে ১৬৪ জন ভারতীয় ও ১২৮ জন বিদেশী ক্রিকেটার। এর মধ্যে দল পাবে দেশীয়দের মধ্যে ৬১ জন ও বিদেশীদের মধ্যে ২৫ জন।