ইংল্যান্ডের নতুন টুর্নামেন্ট “দ্য হান্ড্রেডের” প্লেয়ার্স ড্রাফটে নাম রয়েছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছাড়াও এই ড্রাফটে রয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
সর্বোচ্চ ভিত্তিমূল্য পাওয়া ১০ ক্রিকেটারের তালিকাতে রয়েছেন সাকিব-তামিম। দুই বাংলাদেশি ছাড়া বাকি ৮ ক্রিকেটার হলেন, বাবর আজম, কুইন্টন ডি কক, কাইরন পোলার্ড, লুকি ফার্গুসন, জেসন হোল্ডার, নিকোলাস পুরান, কাগিসো রাবাদা এবং ডেভিড ওয়ার্নার।
এছাড়াও আগামীকাল বিকালে চেন্নাই অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৪ তম আসরের ক্রিকেটারদের নিলাম। এই নিলামের জন্য কিছুদিন আগেই ১১১৪ জনের ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছিল আইপিএল গভর্নিং কাউন্সিল।
সেই তালিকা ছোট করে ফ্রাঞ্চাইজিদের বাছাইকৃত ২৯২ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের চারজন ক্রিকেটার।
প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন লিটন দাস এবং সৌম্য সরকার। চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।