টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফ্যাফ ডু প্লেসিস। মূলত রঙিন পোশাকে আরো বেশি দিন খেলার জন্য সাদা পোশাকে বিদায় বলে দিলেন তিনি। ২০২১ ও ২০২২ সালে টি-টুয়েন্টির দুটি বিশ্বকাপ হওয়ার সূচি আছে। সেদিকে মনোযোগ দেয়ার কথা বলেছেন ডু প্লেসিস।
বিদায়বেলায় বলেছেন, ‘নতুন অধ্যায়ের পথে হাঁটার এটাই সঠিক সময়।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১২ সালে অ্যাডিলেডে টেস্ট ক্যাপ পরেছিলেন। অভিষেকে ৭৮ ও অপরাজিত ১১০ রানের ইনিংস খেলে ড্র আনার পাশাপাশি হন ম্যাচসেরা। সেই অজিদের বিপক্ষেই বিদায় বলার ইচ্ছেটা ছিল। বিদায়কালে সেটি বলেছেনও নিজ মুখে।
কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া সূচির নির্ধারিত টেস্ট সিরিজ বাতিল ঘোষণা করে দিয়েছে কদিন আগে। তাতে চলতি ফেব্রুয়ারির শুরুতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টটাই শেষ হয়ে থাকল ডু প্লেসিসের নামের পাশে।
প্রোটিয়াদের হয়ে ৬৯ টেস্টে ৪০.০২ গড়ে ৪,১৬৩ রান তুলেছেন ডু প্লেসিস। সর্বোচ্চ ইনিংসটি ১৯৯ রানের। আছে ১০ সেঞ্চুরি ও ২১ ফিফটি। ২০১৬ সালে দায়িত্ব নিয়ে সাউথ আফ্রিকাকে ৩৬ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তাতে ১৮ জয়ের পিঠে ১৫ হার দেখেছেন। ২০২০ সালে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান ডু প্লেসিস।