প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর উপর ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দু’একদিনের মধ্যেই প্রধান কোচের সাথে আলোচনায় বসছে বিসিবি

দুই বছরের চুক্তিতে ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পান‌ দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গো। তবে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ভালো কিছু করে দেখাতে পারেননি তিনি। নিজের অভিষেক সিরিজেই আফগানিস্তানের কাছে টেস্ট ম্যাচ হেরেছিল বাংলাদেশ। এরপর ভারত এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরেছে টাইগাররা।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।এতেই নানা সমালোচনার মুখে পড়েছে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তাইতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যর্থতার ব্যাখ্যা চেয়ে দুইদিনের মধ্যে কোচের সাথে আলোচনায় বসবে বিসিবি।

এদিকে, দলের ব্যাটিং অর্ডারে শান্ত’র ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আকরাম। এ প্রসঙ্গে আকরাম খান বলেন, “কেমন জানি একটা গ্যাপ আছে। যেমন টিমের দরকার ছিল তেমনটা হয়নি। তার সাথে আমাদের আলোচনা করতে হবে”।

প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো কয়েকটি সিদ্ধান্ত পছন্দ হয়নি বিসিবির। যার মধ্যে অন্যতম মুশফিকুর রহিমের ব্যাটিং পজিশন পরিবর্তন করা। আকরাম খান আরো বলেন, ডমিঙ্গো এসেছে প্রায় দু বছর হয়ে এসেছে। তবে তেমন কিছু করে দেখাতে পারেনি। তার আমলে টেস্ট দল হিসেবে আমরা পুরোপুরি ব্যর্থ।





এদিকে, সাকিব মুশফিকের মতো স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যাটিং পজিশনে পরিবর্তন এনে। ওয়ানডের পর টেস্টেও তিন নম্বর ব্যাটিং পজিশনে নাজমুল শান্তকে খেলানোর ফর্মুলাও ব্যর্থ। তাই ক্ষুব্ধ বোর্ড। অভিজ্ঞতার মূল্য দিতে চায় বোর্ড। তাই মাহমুদুল্লাহ’র প্রতি এখনো আস্থা আকরামের।