মানুষের উন্নতির তো শেষ নেই। মৃত্যুর আগ পর্যন্ত, বাংলাদেশের হয়ে যতদিন ক্রিকেট খেলব, উন্নতি করতে হবে : মুমিনুল হক

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ক্রিকেটের অভিজাত সংস্করণে এখনও সেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট অধিনায়ক স্বীকার করছেন, ২০ বছরে বাংলাদেশের তেমন কোনো উন্নতি তিনি দেখেন না।

সুযোগ পেয়েও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশই একমাত্র দল, যারা মুখ দেখেনি কোনো পয়েন্টের। সব মিলিয়ে ২০ বছরে ১২১ টেস্টে বাংলাদেশের জয় মাত্র ১৪টি, হার ৯১টি। এর মধ্যে ইনিংস হার ৪৩টি!

মাঠের ক্রিকেটের যে রুগ্নদশা, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারার পর সেই বাস্তবতা উঠে এলো মুমিনুলের কণ্ঠে। “এটা সত্যি কথা, আসলেই ২০ বছর হয়ে গেছে। এখনও উন্নতি…আমার কাছে মনে হয়, কোনো উন্নতিই ওইভাবে হয়নি”।





“মানুষের উন্নতির তো শেষ নেই। মৃত্যুর আগ পর্যন্ত, বাংলাদেশের হয়ে যতদিন ক্রিকেট খেলব, উন্নতি করতে হবে। আমাদের উন্নতি করার অনেক কিছু বাকি আছে।”