সাকিবের পরিবর্তে আমি মাহমুদউল্লাহকে চেয়েছিলাম, ওরা নিয়েছে সৌম্যকে: পাপন

ইনজুরির কারণে প্রথম টেস্টের ২ দিন পরেই ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েন তিনি। তার পরিবর্তে বাংলাদেশ দল টেস্ট স্কোয়াডে দ্বিতীয় টেস্ট ম্যাচে সুযোগ পান সৌম্য সরকার। এমনকি একাদশে ছিলেন তিনি। ব্যাট হাতে ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে দুই ইনিংসে ইনিংস বড় করতে পারি নি তিনি।

এরপর থেকেই নানা সমালোচনার মুখে পড়েছে সৌম্য সরকারের ব্যাটিং। সৌম্য সরকারের পরিবর্তে দলে মাহমুদুল্লাহ রিয়াকে চেয়েছিলেন’ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ দ্বিতীয় টেস্ট ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “যখন শুনলাম সাকিব ইনজুরিতে, তখন একটা রিপ্লেসমেন্ট লাগবে। তখন এক এক করে অনেক নাম বলা হয়েছে। ওখানে আমার সামনে আকরাম ছিল, নান্নু ছিল, সুজন ছিল, সুমন ছিল।’





‘আমি ওদেরকে অপশন দিয়েছিলাম চারটা না পাঁচটা। মাহমুদউল্লাহ রিয়াদ নাম্বার ওয়ান, তারপর মোসাদ্দেক, শেখ মেহেদী, এবং ফোর্থ অপশন ছিল সৌম্য। তো রিয়াদ আমাকে জানায় যে ওর পিঠে ব্যাথা আছে। মোসাদ্দেক ঢাকায় নেই (টি-টেন খেলছে)। এরপর তারা সৌম্যকে বাছাই করেছে।’