আগামীকাল ওয়েস্ট ইন্ডিজকে ১৫০-২০০ রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন চালকের আসনে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ দিনে সব হিসাব-নিকাশ পাল্টে শেষ পর্যন্ত অবিশ্বাস্য ভাবে টেস্ট ম্যাচে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসের ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান কে আউট করে সতা ভালোই করেছে বাংলাদেশের বোলাররা।

আগামীকাল চতুর্থ দিন যত দ্রুত সম্ভব ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করতে চায় বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে মেহেদী হাসান মিরাজ বলেন, “পঞ্চম দিনে ব্যাটিং এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সব সময় কঠিন। আমাদের লক্ষ্য একটাই যত দ্রুত সম্ভব ওদের অলআউট করা। এই উইকেট রান করা কঠিন হবে”।

“হয়তো প্রথম ইনিংসে রান করা সহজ ছিলো। কিন্তু দ্বিতীয় ইনিংসে কিন্তু সেটি হবে না। আজকেই বল টার্ন করছে, লো হচ্ছে। তখন রান করাটা অনেক কঠিন হয়ে যাবে। পঞ্চম দিনে সেটা আরও হবে। মিরপুরের উইকেটে শেষের দুইটা দিন আরও কঠিন হয়ে উঠবে।’

ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ২০০ রানের মধ্যে আটকাতে চান মেহেদী হাসান মিরাজ। টার্গেট যেটাই হোক না কেন এখনো হাল ছাড়েননি তিনি। এসময় মেহেদী হাসান মিরাজ আরো বলেন, “আমি মনে করি আমরা বোলাররা যদি ওদেরকে ১৫০-২০০ রানরে মধ্যে অল আউট করে দিতে পারি তাহলে সুযোগ তৈরি হবে”।





“তারপরও ৩০০ রান চেজ করাটা এই উইকেটে আমাদের জন্য অনেক কঠিন হবে। তবে আমি বিশ্বাস করি, আমাদের দলে যে সিনিয়র খেলোয়াররা আছে, তাহলে ক্রিকেট খেলায় সবই হতে পারে। প্রথম টেস্টে যেটা হয়েছে আমরা স্বপ্নেও ভাবিনি ম্যাচটা হেরে যাবো। আমরা ভেবেছি হয় আমরা জিতবো, নয়তো ম্যাচটা ড্র হবে।’