একটু পরেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন শাহরিয়ার নাফিস এবং আব্দুর রাজ্জাক।

অনেক আগেই জানা গিয়েছিল সব ধরনের ক্রিকেট থেকে অতি দ্রুতই অবসর নিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তির স্পিনার আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাকের সাথে আরও যোগ হচ্ছে আরেক ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস।

আজ দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে দুই তারকা অবসরের ঘোষণা দেবেন। যেখানে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত থাকবেন।

২২ গজে তাদেরকে আর দেখা না গেলেও দুইজনই ক্রিকেটের সঙ্গে থাকছেন। আব্দুর রাজ্জাক তৃতীয় সদস্য হিসেবে জাতীয় নির্বাচক কমিটিতে যুক্ত হচ্ছেন। নাফিস ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন। ক্রিকেট ছাড়ার পর দুইজনেরই ইচ্ছে ছিল ক্রিকেটে যুক্ত হওয়ার। তবে অবসরের সিদ্ধান্তগুলো তারা নিয়েছেন হুট করে।





বাঁহাতি ব্যাটসম্যান নাফিস জাতীয় দলের হয়ে ২৪ টেস্ট, ৭৫ ওয়ানডে এবং ১ টি-টোয়েন্টি খেলেছেন। সব মিলিয়ে তিন ফরম্যাটে রান করেছেন ৩৪৬৮। রাজ্জাক ১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে এবং ৩৪ টি-টোয়েন্টি খেলেছেন। তার ভেল্কিতে রয়েছে ২৭৯ আন্তর্জাতিক উইকেট।