ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ প্রথম ইনিংসে ভালো বোলিং করেছেন স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে চারটি উইকেট লাভ করেছেন তাইজুল। আর এই চার উইকেট লাভ করে একটি মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল ইসলাম।
দ্রুততম ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে ১০০ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। তাইজুল ইসলামের আগে ঘরের মাঠে সবচেয়ে কম ম্যাচ খেলে উইকেটের সেঞ্চুরি করার রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের দখলে।
তাইজুল তার ক্যারিয়ারে মোট ৩১টি টেস্ট ম্যাচ খেলেছেন। শিকার করেছেন ১২২টি উইকেট। এর মাঝে ১০১টিই দেশের মাটিতে, ম্যাচ খেলেছেন ২১টি। বাকিগুলো দেশের বাইরে।
ঘরের মাঠে ১০০ উইকেট নিতে সাকিব আল হাসান খেলেছিলেন ২৮টি টেস্ট ম্যাচ। সাকিব আল হাসানের থেকে ৭ ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়েছেন তিনি। উল্লেখ্য, ঘরের মাঠে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন সাকিব। তিনি নিয়েছেন ১৪২টি উইকেট।