টেস্ট ক্রিকেটেরঅধিনায়কত্ব জন্য মুমিনুল হকই যোগ্য ব্যক্তি : তামিম ইকবাল

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ব্যর্থতার পর ঢাকা টেস্টে দেখা গেছে তামিমের ব্যাটে রান। অথচ সঙ্গী রানের খাতা খোলার আগেই আউট। তবে এদিন ভিন্ন তামিমকেই দেখা গেছে। আগ্রাসী মনোভাবে ২২ গজে ব্যাটিং করেছেন। তবে দল যখন খাদের কিনারায় তখন নিজের উইকেট ছুঁড়ে আসেন। আলগা শটে উইকেট উপহার দেন প্রতিপক্ষকে।





শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে নিজের ইনিংস ব্যাখ্যা করতে গিয়ে অনেকটাই আত্মপক্ষ সমর্থন করেন এই অভিজ্ঞ ওপেনার। আউট হওয়ার বলে ভুল শট খেলার কথা বললেও তামিম মনে করেন, টেস্টে খুব রক্ষণাত্মক থাকা উচিত নয়। প্রতি আক্রমণে স্কোরবোর্ডের দিকেও নজর রাখতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৪ উইকেটে ১০৫ রান তুলেছে। তামিম ৫২ বলে ৪৪ রান করে আউট হয়েছেন। আলজারি জোসেফের বল মিড উইকেট দিয়ে ফ্লিক করতে গিয়ে মোয়েসলের হাতে ক্যাচ দেন।

নিজের ইনিংস নিয়ে তামিম দিন শেষে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, টেস্টে খুব বেশি রক্ষণাত্মক মানসিকতায় যাওয়া উচিত নয়। আপনি যদি আগ্রাসী শট খেলে আউট না হন, বলের মেধা অনুযায়ী খেলেন, তাহলে এটা (ব্যাটিং) ঠিক আছে। দূর্ভাগ্যবশত আমি যে বলে আউট হলাম, সেটা ঠিক ছিল না।’

সাদা পোশাকের ক্রিকেটে দলের এমন পারফরম্যান্সের পর প্রশ্ন ওঠেছে মুমিনুল হকের অধিনায়কত্ব নিয়ে।অধিনায়কের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে এখন পর্যন্ত তেমন কোনো সাফল্য এনে দিতে পারেনি মুমিনুল।

অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন কেবল ১ ম্যাচে। যেগুলো হেরেছেন সেগুলোও খুবই বাজেভাবে। তবে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব করার জন্য মুমিনুলই যোগ্য ব্যক্তি বলে মনে করেন তামিম ইকবাল।

দ্বিতীয় দিনশেষে এই টাইগার ওপেনার বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কাজের (অধিনায়কত্ব) জন্য সে (মুমিনুল হক) যোগ্য ব্যক্তি। টেস্টে অধিনায়কত্ব করা সহজ নয়। ওয়ানডে বলেন অথবা টি-টোয়েন্টি বলেন এটা একটা দিনে খেলা হয়”।

“টেস্ট অধিনায়কত্ব খুবই কঠিন। কিন্তু ওর যে চিন্তাধারা, পরিকল্পনা, লক্ষ্য, ওর যে ভবিষ্যত পরিকল্পনা টেস্ট ক্রিকেটকে ও যেভাবে দেখে আমার কাছে মনে হয় না যে দলকে নেতৃত্ব দেয়ার মতো ওর চেয়ে ভালো কেউ আছে।’





তিনি আরও বলেন, ‘আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি মুমিনুলই যোগ্য ব্যক্তি। একটা জিনিস আপনাদের সবার মাথায় রাখতে হবে সে তরুণ, সে ভুল করতে পারে এটা যেকোনো অধিনায়কই করে। আর সে এটা থেকে শিখবে। আমি নিশ্চিত সময়ের সঙ্গে সঙ্গে ও আরও ভালো হবে, অনেক ভালো কিছু দেখবো সে করছে।’