আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন আব্দুর রাজ্জাক

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন নির্বাচকের দায়িত্ব পেয়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক। গত ২৭ জানুয়ারি বোর্ড পরিচালকের সভায় জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাককে নতুন নির্বাচক হিসেবে মনোনয়ন দিয়েছে বিসিবি। আজ আনুষ্ঠানিক ভাবে সেই দায়িত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করেছেন তিনি।

তবে নিয়ম অনুযায়ী এই দায়িত্ব নেওয়ার আগে ক্রিকেট থেকে অবসর নিতে হবে তাকে। আর সেটাই করতে যাচ্ছেন তিনি। আজ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন তিনি।

জাতীয় দলের ব্যবস্থাপনা ও পরিচলনার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বৃহস্পতিবার বিকেলে শেরে বাংলায় জানিয়ে দিয়েছেন, ‘রাজ্জাক এরই মধ্যে নির্বাচক হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে এবং এখন থেকে সে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত হয়ে গেছে।’

বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব বুঝে নিলেন এখনো অবসর নেন নি তিনি। তবে গুঞ্জন উঠেছে এই সপ্তাহের মধ্যেই অবসরে যাচ্ছেন আব্দুর রাজ্জাক। এবারের প্রিমিয়ার লিগেও এ দেশের অন্যতম সেরা বাঁ-হাতি স্পিনার ঢাকা মোহামেডানের অধিনায়ক। জাতীয় লিগে তিনি এখনো খুলনা বিভাগের হয়ে খেলেন।





সর্বশেষ জাতীয় লিগে অধিনায়কত্বও করেছেন। তবে কবে খেলা ছাড়ছেন তিনি এমন এক প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, ‘নিয়ম অনুযায়ী আমাকে মাঠ থেকে সরে দাঁড়াতেই হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী আমাকে আগে খেলা ছাড়তে হবে। তাই এখন আমার অবসরে যাওয়া ছাড়া উপায় নেই। আমাকে ক্রিকেট মাঠ থেকে আগে বিদায় নিতে হবে।’