অবশেষে উইকেট তুলে নিলেন তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম উইকেটের পতন। দেখে নিন স্কোর

লাঞ্চ ব্রেক থেকে ফিরেই উইকেটে দেখা পেয়েছেন ফাস্ট বোলার আবু জায়েদ রাহি। ইনিংসের ৩৪ তম ওভারে শেন মোসলিকে ৭ রানে বোল্ড করেন আবু জায়েদ রাহি। বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে ওঠেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।

দলীয় ১০৪ রানের মাথায় বিপদজনক হয়ে ওঠার আগে তাকে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। ৪৭ রান করা এই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের ফেরান সৌম্য। এরপর দ্রুতই আরেক ব্যাটসম্যান কাল মায়ারসকে পাঁচ রানের প্যাভিলিয়নে ফেরেন আবু জাহেদ রাহি

টি ব্রেক থেকে ফিরে দেখে শুনে খেলতে থাকেন জার্মেইন ব্ল্যাকউড এবং এনক্রুমাহ বোনার। এই দুইজনের ৬২ রানের পার্টনারশিপ ভাঙ্গেন তাইজুল ইসলাম। ২৮ রান করা জার্মেইন ব্ল্যাকউডকে নিজের বলে নিজেই ক্যাচ ধরে প্যাভিলিয়নে ফেরেন তিনি।





এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

দিনের শুরুতেই বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত খেলতে থাকে। দলীয় ৬৬ রানে তারা প্রথম উইকেট হারায়। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেল।

রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। তার ব্যাট থেকে এসেছে ৩৬ রান। প্রথম সেশন শেষে ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৩৯ রান করে ও মোরেলে ৬ রান করে অপরাজিত আছেন।

বৃহস্পতিবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। টস জিতে ব্যাট করতে নেমেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। তাদের বদলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। আর পেসার মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখা হয়নি। তার বদলে রাখা হয়েছে পেসার আবু জায়েদ রাহিকে।

অন্যদিকে, একাদশে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন পেসার কেমার রোচ। তার বদলে সুযোগ পেয়েছেন আরেক পেসার আলজারি যোসেফ।

প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। তবে, টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছিল।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং আবু জায়েদ রাহী।





ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেন মোসলি, এনক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), কাল মায়ারস, রাহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান, আলঝারি জোসেফ এবং শ্যানন গ্যাব্রিয়েল।