আগামীকাল সকালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুর্দান্তভাবে সিরিজ জয়লাভ করেছে টাইগাররা। তবে চট্টগ্রামের প্রথম টেস্ট ম্যাচে হারের পর কিছুটা প্রশ্নের মুখে পড়েছেন অধিনায়ক মমিনুল হক।
তবে এখনই অধিনায়ককে নিয়ে প্রশ্ন করতে রাজি নয় বিসিবির সভাপতি নাজমুল হাসান। আজ বুধবার বিকেলে দেশের ক্রীড়াকেন্দ্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি বিগ বস পাপন উপস্থিত সাংবাদিকদের সাথে বাংলাদেশের ক্রিকেট নিয়েও কথা বলেন।
এক প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, “এই মুহূর্তে এসব নিয়ে আলোচনা করা ঠিক না, কারণ একটা সিরিজ চলছে। তাছাড়া আমার মনে হয় না, একটা খেলা দেখে একটা ম্যাচের পারফরম্যান্স দেখে এ রকমের কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিৎ”।
“একটা জিনিস মনে রাখবেন- এই ওয়েস্ট ইন্ডিজ টিমকে কিন্তু আমরা ওডিআইতে হোয়াইটওয়াশ করেছি মাত্র। কাজেই ওরা তো জিততেই পারে টেস্ট একটা। সেকেন্ড টেস্টে আমরা যাতে ভালো খেলি সেটাই হচ্ছে বড় কথা।