ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলার পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট বোলিং র্র্যাংকিংয়ে দারুন উন্নতি করেছেন তিনি

আইসিসি টেস্ট বোলিংয়ে র্র্যাংকিংয়ে দারুণ উন্নতি করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়াও ব্যাটিং র্র্যাংকিংয়ে দারুন উন্নতি করেছেন সাকিব আল হাসান এবং মমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে দুর্দান্ত খেলেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ব্যাট হতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছেন তিনি। সেইসাথে বল হাতেও দুর্দান্ত করেছেন তিনি। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ৮ টি উইকেট লাভ করেছিলেন মিরাজ। তাই আইসিসি টেস্ট র্র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন তিনি।

আইসিসি টেস্ট বোলিং র্র্যাংকিংয়ে ২৪ তম স্থানে উঠে এসেছেন তিনি। এছাড়াও ব্যাটিং র্র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন মমিনুল হক এবং সাকিব আল হাসান। প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি দেখা পেয়েছেনন মমিনুল হক। তাই আট ধাপ উন্নতি করে এখন রয়েছেন ৩৩ তম স্থানে।

চার ধাপ উন্নতি করে সাকিব আল হাসান রয়েছেন ৩০ তম স্থানে। তবে বড় ধরনের উন্নতি করেছেন জো রুটের। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন এই ইংলিশ অধিনায়ক।

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ২১৮ এবং দ্বিতীয় ইনিংসে ৪০ রানের ইনিংসে সুবাদে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। এই জায়গায় উঠে আসার পথে তিনি পেছনে ফেলেছেন মার্নাস ল্যাবুশেন এবং বিরাট কোহলিকে।





শীর্ষে থাকা কেন উইলিয়ামসনের থেকে মাত্র ৩৬ পয়েন্ট এবং দুই নম্বরে থাকা স্টিভ স্মিথের থেকে রুটের ব্যবধান মাত্র ৮ পয়েন্ট। অন্যদিকে প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে কদিন আগে চট্টগ্রাম টেস্ট হারা বাংলাদেশও পেয়েছে সুখবর।