আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য ২০ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ এ’ বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড এ’ ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ, ৪ টি ওয়ানডে এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা।





এই সিরিজকে সামনে রেখে আজ ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে সুযোগ পেয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার।

বাংলাদেশের স্কোয়াড : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম, শামিম পাটোয়ারি, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরি সাগর, রেজাউর রহমান রাজা, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন এবং আকবর আলী।

সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম এবং মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা। আগামী ২৬ ফেব্রুয়ারি শুধু হবে একমাত্র চারদিনের ম্যাচ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। একই ভেন্যুতে ৫, ৭ ও ৯ মার্চ তিনটি ওয়ানডে খেলবে তারা।

এরপর ১২ ও ১৪ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে ১৭ ও ১৮ মার্চ দুইটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।

একনজরে সফর সূচি:

২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ – চার দিনের ম্যাচ (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
৫ মার্চ – প্রথম ওয়ানডে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
৭ মার্চ – দ্বিতীয় ওয়ানডে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
৯ মার্চ – তৃতীয় ওয়ানডে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)





১২ মার্চ – চতুর্থ ওয়ানডে (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)
১৪ মার্চ – পঞ্চম ওয়ানডে (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)
১৭ মার্চ – প্রথম টি-২০ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)
১৮ মার্চ – দ্বিতীয় টি-২০ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)