দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। এরপরেই ইনজুরির কারণে প্রথম টেস্ট ম্যাচে শেষ তিন দিন মাঠে নামতে পারেননি তিনি। ইনজুরির কারণে বাদ পড়েছেন দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে। এদিকে আজ জানা গিয়েছে পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এ ব্যাপারে বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেন, ‘আগামী মাসে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটির আবেদন করেছে সাকিব। বিসিবি এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। পারিবারিক কারণে সে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিতে চাচ্ছে।’
এদিকে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর শুরু হবে মার্চের মাঝামাঝি সময় থেকে। সিরিজের প্রথম ওয়ানডে ২০ মার্চ থেকে। পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ।
সিরিজের প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, দ্বিতীয়টি হবে ক্রাইস্টচার্চে আর শেষটি হবে ওয়েলিংটনে। ক্রাইস্টচার্চেই সবশেষ নিউজিল্যান্ড সফরে খেলার কথা ছিল বাংলাদেশের। ওই টেস্টের আগে ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলা হলে টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে বাংলাদেশ দল।
আসন্ন সফরে ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুই টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।