দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ জয়ের ফলে আইসিসি টেস্ট র্র্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে পাকিস্তানের। আজ দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের পর আইসিসি টেস্ট র্র্যাংকিংয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানে দুই ধাপ উন্নতি হয়েছে পাকিস্তানের।
সপ্তম স্থান থেকে এক লাফে পঞ্চম স্থানে উঠে গিয়েছে পাকিস্তান। এবং পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে পাকিস্তানের রেটিং পয়েন্ট হয়েছে ৯০। এই সিরিজের আগে পঞ্চম স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের কাছে হেরেই সেই স্থান হারিয়ে এখন ষষ্ঠ স্থানে প্রোটিয়ারা। তাদের রেটিং ৮৯। ফলে একধাপ পিছিয়ে শ্রীলঙ্কাও। ৮৩ রেটিং নিয়ে তারা আছে সপ্তম স্থানে। ২০০৩ সালের পর প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো পাকিস্তান।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নিয়েছেন ম্যাচসেরা হাসান। ১১৪ রান দিয়ে ১০ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং তার। ২৬ বছর বয়সী ডানহাতি পেসার শেষ ইনিংসে ৬০ রান দিয়ে পাঁচ ব্যাটসম্যানকে ফেরান।
আর শাহীন নিয়েছেন চার উইকেট। পেসারদের স্বর্গে অবশিষ্ট একটি উইকেট স্পিনার ইয়াসির শাহর। শেষ ম্যাচে অপরাজিত ১১৫ রান করা উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়।