ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবেন না সাকিব আল হাসান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট খেলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচে খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৬৫ রান করেন তিনি। এরপর বল হাতে মাত্র ৬ ওভার বোলিংয়ে পর মাঠ ছাড়েন সাকিব আল হাসান।

এদিকে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারবেন না সাকিব আল হাসান।

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই সিরিজের প্রথম ম্যাচে তিন উইকেটে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।