আমরা যত বেশি টেস্ট খেলবো, তত উন্নতি করবো : বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো

সীমিত পরিসরের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সের যতটা উজ্জ্বল, সাদা পোশাকে ঠিক উল্টো। টেস্ট ক্রিকেটে ধারাবাহিক উন্নতি, পারফরম্যান্স ধরে রাখা এবং নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট তৈরির জন্য পর্যাপ্ত টেস্ট খেলার কথা জানালেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।

করনা ভাইরাসের কারণে গত বছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ স্থগিত হয়েছে বাংলাদেশের। যার কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেকগুলি টেস্ট ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। তাই রঙিন পোশাকের মতো সাদা পোশাকে ও উন্নতি করতে হলে বেশি বেশি টেস্ট ম্যাচের খেলার কথা জানালেন রাসেল ডমিঙ্গো।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ দিনের খেলা শেষে ডমিঙ্গো বলেন,‘আমরা সত্যিই টেস্ট ক্রিকেটে মনোযোগী। আমরা উন্নতি করতে চাই।আমরা জানি দেশের বাইরে আমাদের পারফরম্যান্স ভালো নয়। আমি চাইবো, এই দলটা যেন আরও বেশি টেস্ট খেলার সুযোগ পায়। আমি এমন কয়েকটা দলকে দেখাতে পারব যারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৬-১৭টি ম্যাচ খেলেছে”।





“সেখানে আমরা মাত্র তৃতীয় ম্যাচ (পড়ুন সিরিজ) খেলছি। এভাবে উন্নতি করা কঠিন। বছরে তিনটি বা চারটি টেস্ট খেললে ফর্ম ধরে রাখা, পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং নিজেদের স্টাইলের ক্রিকেট তৈরি করা কঠিন। আপনাকে অবশ্যই কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। আমরা যত বেশি টেস্ট খেলবো, তত উন্নতি করবো। আশা করছি আমরা উন্নতি করবো।’