বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচে দারুন একটি মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

গতকাল ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল ১ রানের। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১০ রান করে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম। আর ওই ইনিংসের প্রথম রানটি করেই আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।

এখন পর্যন্ত ক্রিকেটের ৩ ফরম্যাটে মিলে ৩৭৪ টি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। মোট ৪১৬ ইনিংসে ১২০০৯ রান করেছেন মুশফিক (আপডেট ৫ ফেব্রুয়ারি)। এর মধ্যে তিনি সেঞ্চুরি করেছেন ১৪ টি। এবং হাফ সেঞ্চুরি করেছেন ৬৫ টি। সর্বোচ্চ ইনিংস অপরিচিত ২১৯ রান।

মুশফিকুর রহিমের উপরে রয়েছেন দেশ সেরা ওপেনার বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ৩ ফরমাট মিলে ৩৯৯ ইনিংসে ১৩৫৭৫ রান করেছেন তামিম ইকবাল।





সেঞ্চুরি করেছেন ২৩ টি এবং হাফ সেঞ্চুরি করেছেন ৮৩ টি। এছাড়াও তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত ৩৭৯ ইনিংসে ১১৯৩৩ রান করেছেন সাকিব আল হাসান। এর মধ্যে ১৪ টি সেঞ্চুরি এবং ৮২ টি হাফ সেঞ্চুরি করেছেন সাকিব।