জয়ের জন্য ২৫০ রানই যথেষ্ট : তাইজুল ইসলাম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিন শেষে সুবিধাজনক স্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৭১ রান লিড নেয়ার পর দ্বিতীয় দিনশেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৪৭ রান তুলেছে বাংলাদেশ। দিনশেষে লিড দাঁড়িয়েছে ২১৮ রানে। নিশ্চিত ভাবে এই ম্যাচে জয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ।

তার কারণ এই মাঠে তৃতীয় ইনিংসের ব্যাটিং গড় ২৩৫ এবং চতুর্থ ইনিংসে গড় ২০৩ রান। তাই জয়ের জন্য ২৫০ রানই যথেষ্ট বলে জানিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তবে বাংলাদেশের লক্ষ্য অন্তত ৩০০ বেশি টার্গেট দাঁড় করানো। আজ ম্যাচ শেষে তাইজুল বলেন, ‘এই উইকেটে ২৫০ রানই যথেষ্ট”।

“তবে একটা বিষয় আছে আমাদের প্রথম সেশন যেরকম খারাপ বোলিং করেছি ওরকম বোলিং করলে এই রানে জেতা কঠিন হয়ে যাবে। দ্বিতীয় সেশনে যে বোলিং করেছি ওরকম করলে ২৫০ যথেষ্ট। তারপরও আমাদের আশা ওদের ৩০০-৩৫০ এর মত লক্ষ্য ছুঁড়ে দেওয়া।’





এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাটিং করে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৫৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের খেলা শেষে লিড দাঁড়িয়েছে ২১৮ রানে।