ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠে ফিরেই নিজের জাত চিনিয়েছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত করে সিরিজসেরা হয়েছেন তিনি।
১১৩ রান করার সঙ্গে বল হাতে নিয়েছিলেন ৬ উইকেট। নিষেধাজ্ঞার কারণে গত বছর আইপিএল-এ খেলতে পারেননি সাকিব আল হাসান। তবে এবার আবারো আইপিএলে দেখা যাচ্ছে সাকিবকে।
ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস নাও’ মনে করছে নিলামে সাকিবকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হতে পারে। আইপিএলে এবার আসরছ অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি দল সাকিবকে কেনার চেষ্টা করতে পারে বলে মনে করছে এ সংবাদমাধ্যম।
আইপিএলেও সাকিবের রেকর্ড দুর্দান্ত। ৬৩ ম্যাচ খেলে ৭৪৯ রানের সঙ্গে নিয়েছেন ৫৯ উইকেট। তিনি এমন ক্রিকেটার, যে কিনা ব্যাট হাতে মিডল অর্ডারে দলের জন্য অবদান রাখতে পারেন। ৩-৪ ওভার বল করতে পারেন সহজেই।
সবশেষ ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞার কারণে পরের আসরে তাকে ছেড়ে দেয় দলটি।
২০২১ সালে সাকিবকে নিলাম থেকে নেওয়ার সুযোগ থাকছে দলগুলোর সামনে। সাকিবকে কেনার দৌড়ে উঠে এসেছে তিন ফ্র্যাঞ্চাইজির নাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংস। সংবাদমাধ্যমটি এর কারণও ব্যাখ্যা করেছে।
‘টাইমস নাও’ ধারণা করছে, সেই সুযোগ লুফে নিতে চাইবে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইংলিশ অলরাউন্ডার মইন আলিকে ছেড়ে দিয়েছে দলটি। তার সেরা বিকল্প হতে পারেন সাকিব।
এদিকে কিংস ইভেলেন পাঞ্জাব ছেড়ে দিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশামকে। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল সাকিবের মতো অভিজ্ঞ কাউকে খুঁজবে।
তালিকায় আছে চেন্নাই সুপার কিংসও। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল একজন মাত্র বিদেশি কেনার সুযোগ পাবে। সাকিব হতে পারেন তাদের সেরা পছন্দ। কারণ সবশেষ আসরে মিডল অর্ডারে ভুগতে হয়েছে দলটিকে।
সাকিব পারে ৩ বা ৪ নম্বরে ব্যাট করে সেই দুর্বলতা কাটাতে। এ ছাড়া পিযুষ চাওলা ও হরভজন সিংকে ছেড়ে দিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।