টি টেন ক্রিকেট লিগে আজ ৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে একাই ২২ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ জেতালেন ক্রিস গেইল

টি টেন ক্রিকেট লিগে আজ ব্যাটিং তাণ্ডব চালিয়েছে ইউনিভার্সাল বস ক্রিস গেইল। ৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে একাই করলে ৮৮ রান। টি টেন ক্রিকেট লিগে আজ মোসাদ্দেক হোসেনের দল মারাঠা অ্যারাবিয়ান্সের দেওয়া ৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৫.৩ ওভারে ৯ উইকেটে জয় তুলে নিয়েছে টিম আবু ধাবি।

যার মধ্যে একাই ক্রিস গেইল করেছেন ৮৮ রান। ২২ বলে ছয় টিচার এবং নয়টি ছক্কা সাহায্যে ৮৮ রান করে অপরাজিত থাকেন গেইল। বিধ্বংসী এই ইনিংস খেলে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি।

মারাঠা অ্যারাবিয়ান্স : শোয়েব মালিক, লরি ইভান্স, মোহাম্মদ হাফিজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, প্রভীন তাম্বে, ঈষান মালহোত্রা, সোমপাল কামি, মুক্তার আলি, আমজাদ গুল, আবদুল শাকুর, মারুফ মার্চেন্ট ও সৈয়দ শাহ।





টিম আবু ধাবি : ক্রিস গেইল, ক্রিস মরিস, লুক রাইট, নাভীন-উল-হক, অভিষকা ফার্নান্দো, উসমান শিনওয়ারি, ওবেদ ম্যাকয়, হেইডেন ওয়ালশ, নাজিবুল্লাহ জাদরান, বেন কক্স, রোহান মুস্তাফা, কার্তিক মেইয়াপ্পান, লিওনার্দো জুলিয়েন, কুশাল মল্লা ও অ্যালেক্স হেলস।