দীর্ঘদিন পর আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট করতে নেমে বর্তমানে সুবিধাজনক স্থানে রয়েছে বাংলাদেশ। তবে এই ম্যাচে দারুন একটি মাইলফলক স্পর্শ করেছেন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
তামিম ইকবালকে পেছনে ফেলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেন নি তামিম ইকবাল।
মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরেন তামিম ইকবাল। আর এতেই মুশফিকুর রহিমকে টপকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান তামিম ইকবাল।
কিন্তু এরপরে আউট হয়ে যাওয়ার কারণে আবারো তামিমকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান মুশফিকুর রহিম। যদিও বেশিদূর এগোতে পারেননি মুশফিকুর রহিম ৩৮ রান করে তিনিও আউট হয়ে প্যাভেলিয়নে ফিরেছেন।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান
১/ মুশফিকুর রহীম – ৪৪৫১ রান, সেঞ্চুরি ৭, সর্বোচ্চ ২১৯*
২/ তামিম ইকবাল – ৪৪১৪ রান, সেঞ্চুরি ৯, সর্বোচ্চ ২০৬
৩/ সাকিব আল হাসান – ৩৯০০ রান, সেঞ্চুরি ৫, সর্বোচ্চ ২১৭
৪/ হাবিবুল বাশার – ৩০২৬ রান, সেঞ্চুরি ৩, সর্বোচ্চ ১১৩
৫/ মুমিনুল হক – ২৮৬০ রান, সেঞ্চুরি ৯০, সর্বোচ্চ ১৮১
(আজকের ম্যাচের ৮৩ ওভার পর্যন্ত)