টি টেন ক্রিকেট লিগের আজকের দিনের দ্বিতীয় ম্যাচে অতিমানবীয় ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার নিকোলাস পুরান। টি টেন ক্রিকেট লীগে নর্দার্ন ওয়ারিয়র্সে হয়ে খেলছেন এই ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান। আজ আফিফ হোসেনের দল বাংলা টাইগার্স এর বিপক্ষে প্রথমে ব্যাট করে মাত্র ২৬ বলে ৮৯ রান করেছেন নিকোলাস পুরান।
আজ বাংলা টাইগার্স এর বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের ১১তম বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন অসীম মাহমুদ। এরপরেই ব্যাটিংয়ে নামে নিকোলাস পুরান। ব্যাটিংয়ে নেমে একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন তিনি।
মাত্র ২৬ বলের মধ্যে ১২ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। চার মেরেছেন তিনটি। এছাড়াও লেন্ডল সিমন্স করেছেন ৪১ রান। প্রথম ইনিংসে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে নর্দার্ন ওয়ারিয়র্স।
বাংলা টাইগার্স : ইসুরু উদানা, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, টম মুরস, কায়েস আহমেদ, ডেভিড ভিজা, চিরাগ সুরি, মোহাম্মদ ইরফান, অ্যাডাম হোজ, করিম জানাত, আরিয়ান লাকরা, নূর আহমেদ, ফজল হক ফারুকী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান ও মুজিব-উর-রহমান।
নর্দার্ন ওয়ারিয়র্স : আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, নিকোলাস পুরান, ফ্যাবিয়েন অ্যালেন, লেন্ডল সিমন্স, ওয়াহাব রিয়াজ, রায়াদ এমরিট, নুয়ান প্রদীপ, আমির ইয়ামিন, ব্র্যান্ডন কিং, জুনায়েদ সিদ্দিক, ওয়াহেদ আহমেদ, মহেষ তীকসানা ও অ্যান্স ট্যান্ডন।